স্টাফ রিপোর্টার।। জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেছেন, একচল্লিশ সালের উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষিত-দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বীরচন্দ্রনগর মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. আসাদুজ্জামান। তিনি স্বাগত বক্তব্য রাখেন।
সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি- এ প্রতিপাদ্যকে ধারণ করে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন সিদ্দিকী।
বক্তব্য রাখেন বারডোর নির্বাহী পরিচালক মো: সেলিম। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে র্যালি বের হওয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালিটি কুমিল্লা জিলা স্কুল সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে সম্পন্ন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস